
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: উন্নয়ণের ধারাকে অব্যাহত রাখতে যেকোন মূল্যে আওয়ামলীগকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে। না হলে দেশের উন্নয়ণের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হবে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে আগামী সাত জানুয়ারি ভোটের মাধ্যমে বিজয়ী করে এ আসনটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে।
গতকাল রোববার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি একথা বলেন।
এসময় শাহজাহান সাজু বলেন, শামীম ওসমান নারায়ণগঞ্জ যত মেঘা প্রকল্প রয়েছে তার সবকটিই তার হাতেই আলোর মুখ দেখেছে। উল্লেখযোগ্য হলো নারায়ণগঞ্জ ডিএনডি প্রকল্প, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড আটলেনে উন্নিত, চাষাড়া থেকে আদমজী পর্যন্ত সড়ক, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইটি ইন্সটিটিউটসহ বহু কাজ হয়েছে। ১৯৯৬ সালে তিনি এমপি হওয়ার পর দেশের মধ্যে সর্বোচ্চ ২৬শত কোটি টাকার উন্নয়ণ কাজ হয়েছে।
তিনি বলেন, শুধু উন্নয়ণের ধারার পাশাপাশি সাধারণ নেতাকর্মীদের আপদ বিপদে সবসময় পাশে থাকেন তিনি। তিনি একজন কর্মীবান্ধব ও নিবেদিত নেতা হিসেবে সারা দেশে সুনাম অর্জন করেছেন। শামীম ওসমানের মত নেতা আর কখনো আসবে না। ক্ষনজন্মা এই নেতার আদর্শকে লালন করে আমরা এগিয়ে যেতে চাই।
এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবে না। প্রত্যেকটি এলাকা হবে এক একটি উন্নয়ণের নগর, সেখানে সমাজের সকল ভাল মানুষগুলো থাকবে। সকল মিলেমিশে একটি আধুনিক, স্মার্ট নারায়ণগঞ্জ গড়ে তুলবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, নয়াআটি মুক্তি নগর মসজিদ কমিটির সভাপতি জিয়াউল হক, আওয়ামীগ নেতা ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কে এ মোতালিবসহ আরো অনেকে।