
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগায়ের মোগরাপাড়া ইউনিয়ন বাড়ীচিনিষ পশ্চিমপাড়া এলাকা থেকে ফেন্সিডিল’সহ মো. মামুন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামুন ঐ এলাকার কবিরের বাড়ীর ভাড়াটিয়া আলী আহম্মেদের ছেলে। বুধবার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আসাদ তালুকদার ও আরিফ শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি মামুনকে গ্রেফতার করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।