
ফতুল্লার কাশীপুর থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ নুরে আলম ও মনোয়ার হোসেন আবির নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। কাশীপুরের পূর্ব আমবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত নুরে আলম কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং মনোয়ার হোসেন আবির বাংলাবাজার ক্বারিবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।
এই ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) এইচএম কামরুজ্জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
মামলায় পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশীপুরের পূর্ব আমবাগান এলাকা থেকে নুরে আলম ও মনোয়ার হোসেন আবিরকে গ্রেপ্তার করা হয়। নুরে আলমের কাছ থেকে তিন বোতল এবং মনোয়ার হোসেন আবিরের কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
তারা বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলেও মামলায় উল্লেখ করেন ডিবির এসআই।