A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর থেকে ‍বিপুল পরিমান ফেনসিডিল সহ বোরহান নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বোরহান বরিশাল জেলা হিজড়া থানার পূর্ব কৃষ্ণপুরের মৃত মোঃ আলীর পুত্র।  সে স্ব পরিবারের কাশিপুর হাজী পাড়া রোকসানার বাড়ীতে  ভাড়ায় বসাবাস করতো।

কাশিপুর হাজীপাড়াস্থ রোকসানার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

 

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল আলম জানান, গ্রেফতাকৃতের বাড়ীর মালিকের তথ্যের দেওয়া ভিত্তিতে শনিবার রাত সাড়ে সাতটার দিকে কাশিপুর হাজী পাড়াস্থ রোকসানার ভাড়া বাসায়   অভিযান চালিয়ে বোরহান কে গ্রেফতার করে। এ সময় ঘরের ভিতরে থাকা একটি প্লাস্টিকের বস্তায় থাকা ২শত ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার  অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আগের সংবাদ দেখুনশান্তি সমাবেশ সফল করতে এক মঞ্চে সবাই
পরের সংবাদ দেখুনদশ বছর মানুষের কল্যাণে নিয়োজিত ছিলাম: এমপি খোঁকা