নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে ফুটওভার ব্রীজ সম্প্রসারণ, সার্ভিস লেন, ডেডিকেটেড লেন ও বাইপাস লেন নির্মাণ কাজের জন্য সড়ক ও জনপদের জায়গায় গড়ে উঠা প্রায় আট শতাধিক দোকান পাট, গাড়ির কাউন্টার উচ্ছেদ করেছেন সড়ক ও জনপদ বিভাগ নারায়ণগঞ্জ শাখা।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী শাখাওয়াত হোসেন, হাইওয়ে পুলিশের শিমড়াইল শাখার ইনচার্জ শরফুদ্দিন আহম্মেদ, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা, উপ-অধিনায়ক মাহবুবুর রহমান, মোশাররফ হোসেন সহ আরো অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের শিমড়াইল মোড়ের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন জানান, মহাসড়কের একাংশ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় যান চলাচলের বিঘ্ন হয়েছিলো। উচ্ছেদ অভিযান পরিচালনা করায় যানজট চলাচলের পথ সুগম হবে।
সড়ক ও জনপদ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল এলাকায় ফুটওভার ব্রীজ সম্প্রসারণ, সার্ভিন লেন, ডেডিকেটেড লেন ও বাইপাস লেনের নির্মাণ কাজের জন্য এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। খুব শিগ্রই নির্মাণ কাজ শুরু করা হবে। আমাদের এ প্রকল্প বাস্তবায়ন হলে শিমড়াইল এলাকায় কোন যানজট থাকবে না।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা কালে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সহ প্রশাসনের বিভিন্ন দফতরের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলো। যাতে ব্যবসায়ীদের সাথে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটতে পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রেখেছি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan