প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ
ফেন্সিডিলসহ ইউপি সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সাকিল পারভেজ রনিকে মাদকসহ গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি)। এ সময় তার কাছ থেকে দশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মদনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য সাকিল পারভেজ রনি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পরবর্তীতে আজ সোমবার দূপুরে মাদক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে,সাকিল পারভেজ রনি বন্দরের উত্তরাঞ্চলের একজন চিহ্নিত মাদক কারবারি। সে গত ৯ মার্চ ১নং ওয়ার্ডের উপনির্বাচনে মাদক ব্যবসার অবৈধ টাকার জোরে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়।কিন্তু একজন জনপ্রতিনিধি হয়েও তার পুরোনো মাদক ব্যবসা ছাড়তে পারেনি।ফলশ্রুতিতে মাদকসহ গ্রেফতার হয় সে।তাকে গ্রেফতারের ফলে মদনপুর এলাকার সচেতন মহল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan