রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগেই বিপাকে পড়েছে ফ্রান্স। দলটির কয়েকজন তারকা ফুটবলার অসুস্থ হয়ে পড়েছেন।
ফ্রান্সের অন্তত তিন জন ফুটবলার ‘কোল্ড ভাইরাস’ বা ঠান্ডা ভাইরাসে আক্রান্ত। দুই ফুটবলারের অবস্থা বেশ খারাপ।
শারীরিকভাবে অসুস্থ বোধ করাদের অন্যদের থেকে আলাদা রাখা হয়েছে। ফ্রান্স টিম ম্যানেজমেন্টের আশা, ফাইনালের এখনও দুদিন সময় আছে। তার আগে এই সমস্যা কেটে যাবে। তবে অসুস্থ ফুটবলারের সংখ্যা আরও বাড়লে উদ্বেগ বাড়বে।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, ‘উপামেকানোর পরিস্থিতি তিন দিন বেশ খারাপ ছিল। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পরেই অসুস্থ হয়ে পড়েছিল সে। কিংগসলে কোমানও অসুস্থ। আশা করছি আমরা ফাইনালে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারব। সাবধানতা হিসাবেই অসুস্থ ফুটবলারদের আলাদা রাখা হয়েছে।’
ফ্রান্স কোচ আরও জানান, ‘এই মৌসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গিয়েছে।’
কাতারে দিনের তাপমাত্রা গত এক মাস ধরে ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। কিন্তু গত তিন-চার দিন তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি কমে গেছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে অসুস্থতার পরিমাণ বেড়েছে।
ফ্রান্সের কোচ বলেন, ‘হঠাৎ এভাবে তাপমাত্রা কমে গেলে সমস্যা হতে পারে। এ রকম সময় বেশি সতর্ক থাকতে হয়। আমাদের শুধু এই ভাইরাসটাই যা ভাবাচ্ছে। এছাড়া ফাইনাল ম্যাচ নিয়ে আমাদের কোনও উদ্বেগ নেই।’
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan