A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: রাজধানীতে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা মহাসমাবেশকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে একেবারেই ফাঁকা। এতে করে যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে ছুটতে নানামুখী বিরম্বনায় পড়ছেন।

অনেকেই ব্যক্তিগত প্রয়োজনে উদ্বেগ-উৎকন্ঠা নিয়ে ঘর থেকে বের হয়ে নির্দিষ্টস্থানে যেতে গাড়ির সন্ধানে ঘন্টার পর ঘন্টা মহাসড়কের পাশে অপেক্ষা করছেন। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

সরেজমিনে শনিবার সকালে মহাসড়কের কাঁচপুর, সাইনবোর্ড, শিমড়াইল মোড় এলাকায় ঘুরে দেখা গেছে, মহাসড়কে ফাঁকা থাকলেও মাঝে মাঝে বিভিন্ন বাস, প্রাইভেটকার, হাইয়েস, ঢাকায় প্রবেশ করছে। গণপরিবহন একেবারেই নেই বললেই চলে। ফাঁকা মহাসড়কের শিমড়াইল মোড়ে অনেকেই গাড়ির জন্য অপেক্ষমান হয়ে দাড়িয়ে আছেন নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে।

এ ছাড়াও নাশকতা এড়াতে বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে পুলিশ ও র‌্যাবের তল্লাশি চলছে। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যানবাহনগুলোতেও তল্লাশি করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক অথবা ঢাকায় প্রবেশে বাধা দেয়ার অভিযোগ পাওয়া যায়নি।

হাফসা আক্তার নামে এক নারী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা চলছে। সকালে আমার যাওয়ার কথা থাকলেও গাড়ি না পাওয়ায় প্রায় দুই ঘন্টা যাবৎ অপেক্ষা করছি।


আবু বক্কর সিদ্দিক নামে এক যাত্রী জানান, আমি শনির আখরায় ওয়ার্কশপে কাজ করি। সকাল আটটায় বাসা থেকে বের হয়েও এখনও পর্যন্ত গাড়ি না পাওয়ায় ফ্যাক্টরীতে যেতে পারছিনা। মহাজন বলেছে সকাল সকাল না যেতে পারলে হাজিরা বন্ধ।

জানাগেছে, শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে দুই দল। এর মাঝে জামায়াতে ইসলামীও ঘোষণা দিয়েছে ঢাকায় সমাবেশ করবে। এছাড়া বিভিন্ন দল যারা যুগোপৎ আন্দোলনে রয়েছে তারাও এদিন ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করবে। এসব সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশের বিভিন্ন জেলাগুলোর দুটি গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়ক দিয়ে ঢাকায় প্রবেশে কোনো বাধা না থাকলেও সকাল থেকে একেবারে ফাঁকা রয়েছে দুটি সড়ক।

ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন আহম্মেদ জানান, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে। একেবারেই যানজট নেই। যানবাহনের চাপও নেই। গাড়ি না পাওয়ায় অনেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে বিরম্বনায় পড়ছে।

আগের সংবাদ দেখুনশামীম-গিয়াসের খেলা হবে মাঠে
পরের সংবাদ দেখুনছাত্ররা আগামীদিনের ভবিষৎ: খোকা