
নারায়ণগঞ্জের ফতুল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় হয়ে এক কিশোরী উধাও হয়েছেন তার প্রেমিকের হাত ধরে। ওই কিশোরী নবম শ্রেনীর ছাত্রী।
কিশোরীর পরিবারের অভিযোগ তাকে প্রলোভন দেখিয়ে অপহরন করা হয়েছে।
এ বিষয়ে কিশোরীর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত গাজিপুর জেলার কাশিমপুর থানার নয়াপাড়া ইরার বাড়ীর ভাড়াটিয়া বাবুল হোসেনের পুত্র মাহমুদুল হাসান সহ চার জনকে নামে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়েছে, কিশোরী মেয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অভিযুক্ত মাহামুদুল হাসানের সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে মাহমুদুল কিশোরী কে প্রেমের প্রস্তাব দেয়। কিশোরী তা প্রত্যাখান করে পরিবারের সদস্যদের জানায়। এরপরেও মাহমুদুল কিশোরী কে নানা প্রলোভন দেখায়। ২৪ মার্চ সকাল ৯ টার দিকে বাদীর কিশোরী মেয়ে ঘরে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে কাশিপুর হাটখোলাস্থ শ্যামলের বাড়ীর সামনে আসামাত্র অভিযুক্ত মাহমুদুল হাসান তাকে কৌশলে নানা প্রলোভন দেখিয়ে অটেরিক্সায় করে প্রথমে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় নিয়ে আসে। সেখান থেকে অপর অভিযুক্ত আসামীদের যোগসাজশে গাজীপুর নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবু হানিফ জানায়, মামলা হয়েছে অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।