প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৩, ৭:২২ অপরাহ্ণ
প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে সোহান নামে এক যুবক খুন হয়েছে। এসময় ছুরিকাঘাতে আহত হয়েছে আরো ৩জন।
বুধবার রাত সাড়ে ৮টায় পাগলা দক্ষিন রসুলপুর এলাকায় জয়নাল মিয়ার রিকশার গ্যারেজে এঘটনা ঘটে।
নিহত সোহান ফতুল্লা থানার পাগলা বৌ বাজার এলাকার জাহাঙ্গীরের ছেলে। আহতরা হলেন- হাসান, ইমন ও আলআমিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যারেজ মাহজন জয়নালের মেয়ে স্বর্নার সাথে নিহত সোহানের বন্ধু নাবিলের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রায় দুবছর যাবত। এনিয়ে দীর্ঘদিন ধরে তাদের দুপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সোহান তার বন্ধু নাবিলসহ প্রায় ১৫/২০ জন জয়নাল মিয়ার গ্যারেজে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় জয়নালের ছেলে ওয়াসিম ছুরি হাতে তাদের ধাওয়া করে।
এক পর্যায়ে ওয়াসিম ৪জনকে ছুরিকাঘাত করে। এতে আহত হয় সোহান, হাসান, ইমন ও আলআমিন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়া যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃতঘোষনা করেন।
ফতুল্লা মডেল থানার পরির্দশক(তদন্ত) মহসিন জানান, ঘটনার সাথে জড়িত জয়নাল ও তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য যে ২০১৯ সালে নভেম্বর মাসে ৮-১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সোহান নামের এক যুবক উপরের দিকে গুলি ছুড়ছে। সে সময় প্রথমে এক এক গনমাধ্যম কর্মী তার ব্যক্তিগত আইডিতে ভিডিওটি পোস্ট করলে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan