
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে রিটার্নিং অফিসার এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আড়াইহাজার পৌরসভার আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র সুন্দর আলী ।
দলীয় সিনিয়র নেতাকর্মী নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন উর রশিদ ও আড়াইহাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা আড়াইহাজার পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলের পূর্বে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সুন্দর আলী নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু,উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং দলীয় বিভিন্নস্তরের নেতাকর্মীদের সাথে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কুশল বিনিময় ও মিলাদ এবং দোয়ার পর মনোনয়নপত্র দাখিল করতে আসেন।
এছাড়াও আড়াইহাজার পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১০জন প্রার্থী ও ৯টি সাধারন ওয়ার্ডে ৪১জন প্রার্থী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে ১নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩জন। ২নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩জন ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
অন্যদিকে ১নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২জন। ২নং সাধারন ওয়াডের্ কাউন্সিলর পদে ৩জন। ৩নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬জন। ৪নং সাধারন ওয়াডের্ কাউন্সিলর পদে ৬জন। ৫নং সাধারন ওয়াডের্ কাউন্সিলর পদে ৬জন। ৬নং সাধারন ওয়াডে কাউন্সিলর পদে ৪জন। ৭নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২জন। ৮নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭জন ও ৯নং সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৬ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে। আপিল করা যাবে ১৯-২১ মে। আপিল নিস্পত্তি ২২-২৪ মে। প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে। প্রতীক বরাদ্ধ ২৬ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন ।