
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
প্রাইভেটকারে মাদক পাচারকালে ২০ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। বুধবার (১ মার্চ) র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি অপরাহ্নে আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিশনন্দী ফেরীঘাটে চেকপোষ্ট স্থাপন করে ১ মাদক কারবারিকে ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. দ্বীন ইসলাম (২৪)। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন লতুয়ামোড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের মধ্যে বিশেষ কৌশলে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।