
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
স্ত্রীকে কু-প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় দিনমজুর জোবায়ের ও তার স্ত্রীকে পিটিয়েছে একটি তুলার গোডাউনের লম্পট মালিক শফিক ও তার সহযোগীরা। মঙ্গলবার বন্দরের ধামগড় ইউনিয়নে ইস্পাহানি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দিনমজুর বাদী হয়ে অভিযুক্ত শফিক’সহ ৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জোবায়ের উল্লেখ করেন, আমি ধামগড়স্থ শফিক তুলার গোডাউনে তুলার বস্তার লেবারী করতাম। ওই গোডাউনে কাজ করার সুবাদে আমার স্ত্রী আমাকে খাবার দেওয়ার জন্য আসত। সেই সুবাদে আমার স্ত্রীকে রাস্তায় দেখলে নানা ধরনের আপত্তিকর কথা বলত তুলার গোডাউনের মালিক শফিক।
এরই ধারাবাহিকতায় গত সোমবার আমার স্ত্রীকে পথরোধ করে কু-প্রস্তাব দেয় ওই লম্পট মালিক শফিক। আমি ও আমার স্ত্রী’সহ আমার পরিবারের লোকজন মিলে এর প্রতিবাদ করলে ওই তুলার গোডাউনের মালিক শফিক, তার দুই ভাই রফিক ও শরিফ সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আমাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে পিঠে ও মূখমন্ডলে গুরুতর জখম করে।
আমার চিৎকারে আমাকে বাচাতে আমার স্ত্রী বিথি বেগম, আমার ভাই রাসেল ও আমার বোন যুথি বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও পিটিয়ে রক্ষাক্ত জখম করে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে আমাকে দ্রুত চিকিৎসার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।