
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের বন্দরে সরকারি চাকুরি দেওয়ার নাম করে নগদ ৪ লাখ ৬৪ হাজার টাকা আতা¥সাতের ঘটনায় পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদার ও তার পরিবারের সন্ত্রাসী হামলায় পাওনাদার ছগির মিয়া নামে এক শারীরিক প্রতিবন্ধী আহত হয়েছে। ওই সময় হামলাকারিরা উল্লেখিত প্রতিবন্ধী কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও ১টি এনড্রেয়েট মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভূক্তভোগী প্রতিবন্ধী ছগির মিয়া বাদী হয়ে সন্ত্রাসী হামলার ২ দিন পর সোমবার (২৩ অক্টোবর) দুপুরে হামলাকারী সদ্য প্রবাস ফেরত রিপনসহ ৫ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৫/৭ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এর আগে উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
জানাগেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাতাকাটা এলাকার মৃত আজগর আলী মিয়ার ছেলে ছগির মিয়া দীর্ঘ দিন ধরে শারীরিক প্রতিবন্ধী অবস্থায় জীবন যাপন করে আসছে। অসহায়ের সুযোগ নিয়ে একই এলাকার মৃত আয়নাল হক মিয়ার স্ত্রী রেনু বেগম শারীরিক প্রতিবন্ধী ছগির মিয়াকে দীর্ঘ দিন ধরে সরকারি হাসপাতালে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছে টাকা দাবি করে আসছিল। এক পর্যায়ে গত ১লা মে প্রবাসী রিপনের কুপরামর্শে রেনু বেগম সরকারি চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে স্ট্যাম্পের মাধ্যমে নগদ ৪ লাখ ৬৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে গাডাকা দেয়। এর ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেল ৪টায় শারীরিক প্রতিবন্ধী ছগির মিয়া তার পাওনা টাকা চাইতে গেলে ওই সময় দেনাদার রেনু বেগম ও তার ছেলে সদ্য প্রবাস ফেরত রিপন ও মেয়ে রেশমী বেগম একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে নুরুল হক মিয়া ও তার ছেলে রমজান ক্ষিপ্ত হয়ে প্রতিবন্ধী ছগির মিয়াকে হত্যার উদ্দেশ্যে লাঠী সোটা দিয়ে এলাপাতারী ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। ওই সময় হামলাকারি উল্লেখিত নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। ওই সময় প্রতিবন্ধী চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় হামলাকারিরা কৌশলে পালিয়ে যায়।