নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে ৬৫০ প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর আর্থিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ীত হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২ কেজি চিনি, ৩ কেজি সেমাই, ১ কেজি তৈল, ১ কেজি দুধ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান ভূঁইয়া।
রূপগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার জামাল উদ্দিনের সভাপতিত্ব এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. নুর আলম, রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা আলী লুনা, কোষাধ্যক্ষ দ্বীন ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রিমা আক্তার, দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব শাজাহান ভূঁইয়া বলেন, রূপগঞ্জে বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে প্রতিবন্ধীদের কোন কষ্ট থাকবে না। যারা সচেতন নাগরিক আছেন, তারা সবাই এগিয়ে আসেন প্রতিবন্ধীদের পাশে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan