
বিশেষ প্রতিনিধি: আর মাত্র একদিন পরই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভিওএ) দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘীরে সদস্যদের কাছে ভোট টাওয়ায় ব্যস্ত সময় পার করছেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও শাহজালাল নেভিগেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সোহাগ। তিনি এস পি মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের প্যানেলে নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। ইতোমধ্যে দেশের যেসকল জেলায় সংগঠনটির সদস্য রয়েছেন সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ মোহাম্মদ সোহাগ।
ভোটাররা জানান, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভিওএ) দ্বিবার্ষিক নির্বাচনে এস পি মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের প্যানেলে নির্বাহী সদস্য পদে মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও শাহজালাল নেভিগেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সোহাগের কোন বিকল্প নেই। তিনি তার যোগ্যতায় এগিয়ে আছেন। তার কর্মের মাধ্যমে ভোটারদের মনের মনিকোঠায় স্থান নিয়েছেন। আগামী ১৫ তারিখ শক্রবার ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করার ঘোষনা দেন ভোটাররা।
আবদুল মতিন নামে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভিওএ) একজন সদস্য জানান, আলহাজ¦ মোহাম্মদ সোহাগ এফ বি সিসি আইয়ের সদস্য, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর সদস্য, বাংলাদেশ খাদ্য মন্ত্রনালয়ের সদস্য, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। তিনি একজন শ্রমিক বান্ধব নেতা। শ্রমিকের সেবায় সবসময় এগিয়ে যান। তাদের দু:খ, দুর্দশায় সবসময় সহযোগীতার হাত বাড়ান। তাকে দলমত নির্বিশেষে সবাই ভালবাসে। তিনিই ইনশাল্লাহ এবারের নির্বাচনে জয়ী হবেন। ভোটারা তাকেই জয়ের মালা পড়াবে।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভিওএ) দ্বি-বার্ষিক নির্বাচনে এস পি মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের প্যানেলে নির্বাহী সদস্য পদে মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও শাহজালাল নেভিগেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সোহাগ জানান, আমি নির্বাচিত হতে পারলে এই সংগঠনটি এগিয়ে নিতে প্রাণপন চেষ্টা করব ইনশাল্লাহ। তাছাড়া নির্বাচনে যেসকল ইশতেহার ঘোষনা করেছি সদস্যদের কাছে তা বাস্তবায়ণে কাজ করব ইনশাল্লাহ।