
আদমজী ইপিজেডের ওয়েস্টিজ ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে অপপ্রচার চালানোর বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।৷ আমরা এমন অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এখানে আমরা লক্ষ্য করছি, আওয়ামী লীগের মদদপুষ্ট এবং তাদের দোসররা কৃষকদল তথা জাতীয়তাবাদী দল বিএনপির সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রকারী এবং যারা তাদের দ্বারা প্রভাবিত হয়ে এসব অপপ্রচারের সঙ্গে যুক্ত তাদের প্রতি আহৃবান জানাই, ভিত্তিহীন তথ্য সম্বলিত অপপ্রচার থেকে নিজেদের বিরত রাখার জন্য। নতুবা প্রচলতি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।
এখানে উল্লেখ্য যে, আয়শা আক্তার দীনা কোনো ব্যবসায়ী নন। আমরা জানতে পেরেছি, তার নামে কোনো ব্যবসাীক বৈধ লাইসেন্সও নেই। তিনি মূলত তার স্বামী আওয়ামী লীগ পরিবারের সন্তান সায়েমের হয়ে কৃষকদলের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য সরবরাহ করছেন। তার স্বামী সায়েম গডফাদার শামীম ওসমানের ক্যাডার এবং তিনি ইতোপূর্বে সাত খুনে অভিযুক্ত সন্ত্রাসী নূর হোসনের কথিতি স্ত্রী নীলার স্বামী ছিলেন। পরবর্তীতে তিনিই দিনাকে বিয়ে করেন এবং আওয়ামী লীগের মদদপুষ্ট হয়ে কাউন্সিলর নির্বাচিত হোন দিনা।
আমরা মনে করি শামীম ওসমান ও তার দোসরদের ইন্ধনে আয়শা আক্তার দিনা কৃষক দলের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদিক ভাইদের আরও সচেতন হয়ে সত্য মিথ্যা যাচাই করার জন্য অনুরোধ জানাই।
বার্তা প্রেরক
সভাপতি
সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল