নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জ ক্রাই নিউজে ‘কোটিপতি দারোয়ান’ ও ‘ঝাঁড়ুদার দিয়ে অফিস চালান ভুমি কর্তকর্তা’ শীর্ষক শিরোনামের সংবাদের তার বক্তব্য পেশ করেছেন অলিপুরা সনমান্দি ভুমি অফিসের ওমেদার শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, সংবাদটি মনগড়াভাবে প্রকাশ করা হয়েছে। একটি স্বার্থনীশি মহল শত্রুতা করে গণমাধ্যমকর্মীদের দিয়ে এমন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছে। আমার সামাজিক, পারিবারিক সুনাম ক্ষুন্ন করার পায়তারা চালাচ্ছে। আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। বাবার বাড়িতে থাকি, অলিপুরা সনমান্দি ভুমি অফিসে ছোটখাটো একটা চাকরি করি। ওই অফিসের নায়েব সাহেবও অত্যান্ত ভালো মনের মানুষ। আমরা চেষ্টা করি ভুমি অফিসে আসা সকল মানুষদের সেবা দিয়ে। কোন ধরণের প্রতারণার মাধ্যমে টাকা ইনকাম করিনা। আমি কোনদিন দেশের বাহিরে যাই নি। মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় বন্ধুদের নিয়ে ঘুরতে যাই। আমার বাবার পৈতিক সম্পত্তি ছাড়া আমার নিজের কোন জমিজমা নেই। কোন আলিশান বাড়িও নেই। এলাকায় সবসয়ম ভদ্রভাবে চলাফেরা করি। মানুষের সাথে ভালো আচরণ করি। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করি না। একটি চক্র তাদের স্বার্থ হাসিল করার জন্য আমার সামাজিক, পারিবারিক সুনামক্ষুন্ন করতে সংবাদিক ভাইয়ের দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল করায় চেষ্টা করেছেন। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
শফিকুল ইসলাম শফিক
পিতা: ইব্রাহিম মিয়া
ওমেদার, অলিপুরা সনমান্দি ভুমি অফিস
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan