
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
শহরের চাষাঢ়ায় প্যাসেফিক ফাস্টফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, তেলাপোকার ছড়াছড়ি, খাবারের আশপাশে ও খাবারের পাত্রে তেলাপোকা চলাফেরা করতে দেখা যায়। ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় এ জরিমানা করা হয়।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, বাজার কর্মকর্তার প্রতিনিধি সুমন, ক্যাব প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম।
সেলিমুজ্জামান জানান, প্যাসিফিক ফাস্টফুডে অভিযানের সময় রান্না ঘর ও খাবারের আশপাশে প্রচুর পরিমাণে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায় এবং রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। এ কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে