নিজস্ব প্রতিবেদক
সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক ৩টি অভিযানে ১৮ কেজি গাজা’সহ ৭ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারী সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ এলাকায় চেকপোস্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেটকার এবং ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। শনিবার র্যাব-১১’র কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ.কে.এম মুনিরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত আসামীরা হলো- কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন দক্ষিণপাড়া (মিলনের বাড়ী) বড় ধশিয়া গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. মিল্লাত হোসেন ওরফে মিরাজ (২২), ছাতিয়ানি উত্তরপড়া (মির্জা বাড়ী) গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (২০), কুষ্টিয়ার কুমারখালী থানাধীন ছেউড়িয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. শাকিল হোসেন (২৬), কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম আতাকড়া গ্রামের শাহ আলমের ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে লেদু (২৬), দৌলতপুর মধ্যমপাড়া (ভূইয়াবাড়ী) গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে নুরুন নবী (৪০), নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন দুলামিয়া পাটোয়ারী বাড়ী আলেয়াপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ওসমান গণি অনিক (২২) এবং ফরিদপুরের বোয়ালমারী থানাধীন চরসুখদেব নগর গ্রামের মো. বাবুলের ছেলে তুহিন হোসাইন সুমন (২২)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan