
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার আড়াইহাজার থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে রোববার বিএনপিকর্মীরা হরতালের সমর্থনে সকালে পাঁচরুখী এলাকায় মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেন। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় পুলিশের গুলিতে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, কালাপাহাড়িয়া উনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মুছা মিয়া, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলম মিয়া, বিশনন্দী ইউনিয়ন বিএনপির নেতা মুজিবর মিয়া, খাজা মাঈনুদ্দিনসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, আমাদের শান্তিপুর্ণ কর্মসূচীতে বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছে। পরে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব আমার বাড়ি ঘিরে অভিযান চালিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত করেছেন। পরে আমাকে প্রধান আসামী করে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন পুলিশ।
আড়াইহাজার থানার পরিদর্শক আহসান উল্লাহ জানান, পুলিশের উপর হামলা ও কর্তব্যরত কাজে সরকারি কর্মকর্তাকে বাধা দেওয়ার অপরাধে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের জন্য আমরা বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছি।