সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ উপজেলায় মো. মোস্তফা নামে এক বাস চালকের বস্তাভর্তি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানাধীন নয়নপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, বস্তাভর্তি একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত মো. মোস্তাফার লাশের পরিচয় শনাক্ত করা হয়। পরে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়।
পুলিশের ধারণা গত ৪-৫ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মো. মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায় ভরে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan