নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আড়াইহাজারে পুকুরে ডুবে জুনায়েত আলী নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুনায়েত ওই এলাকার আক্কাস আলীর ছেলে ও দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সাথে খেলতে যায় জুনায়েত। স্কুলে যাওয়ার জন্য পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে আশেপাশের এলাকায় খোাঁজ করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজার পর দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে সুমনের পুকুরে তার মরদেহ ভেসে উঠে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan