
সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারে কর্মরত এক নারীকে ধর্ষণের অভিযোগে ফরহাদ খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) শিবু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরহাদ খান ফতুল্লার লামাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জনান, অভিযুক্ত যুবক ভুক্তভোগী নারীর বাসায় এসে ওই নারীকে একা পেয়ে দরজা বন্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।