
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বন্দরের চৌরাপাড়া পানির পাম্প দীর্ঘ ৯ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। পাম্পটি সংস্কার বা মেরামতের ব্যবস্থা না করায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া, আমিরাবাদ, বক্তারকান্দি, কাইতাখালী, নোয়াদ্দা, পাতাকাটা, দাসেরগাঁ ও লক্ষণখোলা এলাকায় তীব্র পানি সংকট বিরাজ করছে। এই তীব্র তাপদাহে পানির জন্য সেখানকার মানুষের মাঝে দেখা দিয়েছে হাহাকার।
এমতাবস্থায় পানি সরবরাহের দাবিতে বুধবার (১০ মে) বিকেলে চৌরাপাড়া এলাকায় খালি কলস নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় শতাধিক নারী-পুরুষ সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘ দিনেও পাম্পটি সচল করার উদ্যোগ নেয়নি র্কর্তৃপক্ষ। ফলে এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। এ অবস্থায় পাশের মসজিদ থেকে শুধু খাবার পানিটুকু সংগ্রহ করছেন মানুষ। বিশুদ্ধ পানির দাবিতে এরই মধ্যে আরও কয়েক বার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো র্কণপাতই করছে না।
এলাকাবাসী জানান, গত আগস্ট মাসে ২৪ নং ওয়ার্ডের চৌরাপাড়া পাম্পটি বিকল হয়। মেরামত না করায় তীব্র আকার ধারণ করেছে পানি সংকট। নয় মাস ধরে ওয়াসার লাইনে পানি পাচ্ছেননা বাসিন্দারা। দূরের কোনো পাম্প হাউস থেকে মাঝে মাঝে লাইনে পানি আসে।
২৪ নং ওয়ার্ডের বাসিন্দা কবির সোহেল জানান, বিভিন্ন সময় হঠাৎ করেই কোন না কোন পাম্প বিকল হয়ে পড়ছে। ফলে সারা বছরই পানি সংকট লেগে আছে ওয়ার্ডগুলোতে।
এ ব্যাপারে দেউলী চৌরাপাড়া পাম্প হাউসের অপারেটর আলামিন জানান, প্রায় ৯ মাস আগে পাম্পটি নষ্ট হয়। বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে। ১০ দিন আগে সিটি করপোরেশন থেকে দুইজন লোক এসে পানির নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। এরপর আর কেউ আসেনি।
নাসিকের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চৌরাপাড়া পাম্পটি বিকল হয়ে গেছে। এখানে নতুন পাম্প স্থাপন করতে হবে। তা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল।