A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছে।

বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিনিধিদলটি পৌঁছালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানবসভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন।

আগের সংবাদ দেখুনবিকেএমইএ’র নির্বাচন, মোহাম্মদ হাতেমের নেতৃত্বে ৩৯ প্রার্থীর প্যানেল
পরের সংবাদ দেখুনএসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলন