অসহায়, গরীব, দুখীর মানুষের মাঝে ঈদের খুশি বিলিয়ে দিতে পাঁচ টাকায় ঈদের নতুন জামা ক্রয়ের ব্যবস্থা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তার এই উদ্যোগে সাড়া ফেলেছে পুরো নারায়ণগঞ্জবাসীর মাঝে।
বাঙ্গালীর প্রাণের উচ্ছাস পহেলা বৈশাখের দিনে মাসদাইর নিজ কার্যালয়ে তিন শাতাধিক শিশুর জন্য ঈদের জামা পাঁচ টাকা মূল্যে দিয়েছেন টিম খোরশেদ।
এেিদক পাঁচ টাকায় ঈদের নতুন জামা পেয়ে সকল শিশুর মুখে ফুটেছে আনন্দের হাসি। অভিভাবকরাও নামমাত্র সন্তানদের ঈদের পোষাক দিতে পেরে টিম খোরশেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা জানান, প্রতি বছরই এলাকার দরিদ্র বাচ্চারা যেন সবাই নতুন জামা পড়ে ঈদ করতে পাওে তাই আমরা এমন আয়োজন করে থাকি। দোয়া চাই যেন সবসময় আমাদের এই আয়োজন চলমান রাখতে পারি।
এ বিষয় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, শুধু সমাজের সামর্থ্যবানদের সন্তানরা নতুন জামা দিয়ে ঈদ করবে এমনটা যেন মনে না হয়। গরীব, অসহায় শিশুরা যেন নতুন জামা পড়ে ঈদ করতে পারে সেজন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan