প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৩, ৮:২২ অপরাহ্ণ
পশুর হাট বন্ধ

নারায়ণগঞ্জ বন্দর ২৫ নং ওয়ার্ডের বালুর মাঠ গরুর হাটের ইজারাদার এর উপর দফায় দফায় হামলা ও হত্যার চেষ্টা ঘটনায় সিটি করপোরেশনের একক সিদ্ধান্তে দেয়া পশুর অস্থায়ী হাটটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এই ঘটনা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বন্দর উপজেলা প্রশাসক যৌথ ভাবে গত ২২জুন বৃহস্পতিবার বিকাল ৪ ঘটনার সময় ২৫ নং ওয়ার্ড লক্ষখোলা বালু মাঠের গিয়ে গরু হাট বন্ধ করে দিয়ে আসে।
(২০জুন) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দিকে নাসিক ভবনের ৮ ম তলায় এবং গত বুধবার রাত ১১.২৫ মিনিটে বন্দর থানা গেটের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটে। ইজারাদার বলেন, কি ভাবে হাট করবো, ২১/০৬/২০২৩ তারিখে রাএ ৭.১৫ ঘটিকায় সময় বন্দর থানা পুলিশ সঙ্গে নিয়ে হাটে গেলে এনায়েত হোসেনের সন্ত্রাসীরা হাট পরিচালন করার জন্য আমার নিকট ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আমি উক্ত টাকা দিতে অস্বীকার করিলে আবারও কাউন্সিল এনায়েত সহ তার বড় ভাই হেলাল,মাজহারুল, বাদল, নাজমুল সহ অজ্ঞাত সন্ত্রাসী বাহিনীর আমার উপর অতর্কীত হামলা চালায়।
ঘটনাটি বন্দর থানার ওসিকে জানালে তিনি কাউন্সিলর সহ সবাইকে ডেকে ইজারাদার আব্দুল্লাহ আল মামুন হাট পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান সহ মুচলেকা নেন।
উক্ত মুচলেকা দেওয়ার পর এলাকায় গিয়ে উক্ত হাটের বাশঁ, পেন্ডাল, পানি,গ্যাস, বিদ্যুৎ সহ সকল ডেকোরেশন ভেঙে ফেলে এবং হুমকি দিয়ে বলে যে,হাট করতে আসলে সাংবাদিকসহ ইজারাদারকে হত্যা করিবে।
হাট পরিচালনা ক্ষেত্রে আমার হাটের ইজারা ২৫+২ লক্ষ সহ আরো ২০ লক্ষ টাকার মালামাল লুট করিয়া নিয়েছে এবং মালামালের ক্ষয়ক্ষতি করেছে। এমতাবস্থায় এই হাট চালাতে গিয়ে ইজারাদার সহ বেশ কয়েকজন খুন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাই।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ১১ এর অধিনায়ক( সিও)লে কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি।তিনি বলেন আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কাছে আব্দুল্লাহ আল- মামুন অভিযোগ দয়ের করেন।এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, এবার সিটি করপোরেশনের অনুকূলে হাটের অনুমতি দেয়া হয়েছে ১৬ টি। এরমধ্যে যদি কোন সমস্যা হয় সেটা জেলা প্রশাসন দেখবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan