নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বরুদী এলাকায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও বাকবিতন্ডা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুদী বাজার এলাকায়। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। এঘটনায় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানান, ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানীর হাট দেওয়াকে কেন্দ্র করে আলমগীর মেম্বার, আমিন মেম্বার উভয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। তারই সুত্র ধরে উভয় পক্ষের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এলাকায় যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে আলমগীর মেম্বার ও আমিন মেম্বার জানান, আমরা উভয়েই একসাথে হাট করার সিদ্ধান্ত নিয়েই আলোচনায় বসেছিলাম। হঠাৎই সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নারায়নগঞ্জ ক্রাইম নিউজকে জানান, সামান্য পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আলমগীরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসামীদের দ্রুতে গ্রেফতার করতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেকোন অপ্রীতিকার ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan