A Top Ads

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশুর হাটের ইজারাদার ও ব্যবসায়ী আল আমিনকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা শামসুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।

রোববার রাতে উপজেলার মিরেরটেক বাজার এলাকার বুলবুল ভূঁইয়া সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

অপহরণের খবর পেয়ে তালতলা ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী অভিযান চালিয়ে অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।

অপহৃত ইজারাদার আল আমিন জানান, উপজেলার তালতলা এলাকায় পশুরহাটের ইজারা পান তিনি। পরে মিরেরটেক এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে সামসুলের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হাটটি হস্তান্তর করার জন্য হুমকি দেন। তিনি রাজি না হওয়ায় তার মাথায় পিস্তল ঠেকিয়ে মাইক্রোবাসযোগে তুলে নিয়ে হত্যাচেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালালে নয়াপুর এলাকায় রাস্তার পাশে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

এঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত করে একটি অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন ব্যবসায়ী আল আমিন।

তালতলা ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, পশুর হাটের ইজারাদারকে অপহরণ ও হত্যাচেষ্টার খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র: ৭১ টিভি

আগের সংবাদ দেখুননারায়ণগঞ্জ সাইলোতে দুর্ধর্ষ ডাকাতি
পরের সংবাদ দেখুনপানিতে ডুবে দুই ছাত্রী নিহত