A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ পশুরহাট ইজারাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সরকারি নিয়মনীতি উপেক্ষা করে পশুরহাটের তালিকা জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। এ বিষয়ে সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৩ নং ওয়ার্ডে দুটি, ৪ নাম্বার ওয়ার্ডে তিনটি, ৯ নং ওয়ার্ডে তিনটি, ১৮ নং ওয়ার্ডে দুটি ২৩ নং ওয়ার্ডে দুটি ও ২৫ নং ওয়ার্ডে একটি পশুর হাটের জন্য তালিকা ঈদুল আযহা উপলক্ষে সিটি কর্পোরেশনে বিভিন্œ এলাকায় অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে তালিকা পাঠানো হয়েছে। গত ১৩ এপ্রিল এসও সুমিলপাড়া এলাকার বাসিন্দা মৃত সিদ্দিক মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া ছয় নং ওয়ার্ডে সিএস খতিয়ান ৬৮৩, এস এ খতিয়ান ৯২২, আর এস খতিয়ান ১৩৫৪সহ বিভিন্ন দাগে ৮৩ শতাংশ বৈধ মালিকানাধীন জমির উপর কোরবানীর পশুর হাট করার জন্য আবেদন করেন। জমির মালিক এ বিষয়ে অনাপত্তি পত্রও দেন।

সিটি কর্পোরেশনের নিয়োজিত হাটবাজার কর্মকর্তা ও সার্ভেয়ার সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের পরও পশুরহাটটি তালিকায় অন্তভুক্ত না করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও সচিব নুর কুতুবুল আলম তালবাহানা শুরু করেন। ওই এলাকায় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ দফায় দফায় তাদের সাথে দেখা করে পশুরহাটের বিষয়ে অনুমতি দেওয়ার জন্য আবেদন জানান। কিন্তু তারা কোন অবস্থাতেই তালিকায় ওই হাটটির নাম অন্তুভূক্ত করতে না পেরে অবশেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শরনাপন্ন হন।

এ বিষয়ে জানতে চাইলে আবেদনকারী সালাউদ্দিন মিয়া জানান, আমাদের ৬ নং ওয়ার্ডে প্রায় দুই লাখ লোকের বসবাস করছেন। এই এলাকায় প্রতিবছর কোরবানীর ঈদে পশুরহাট হয়ে আসছে। এবারও অন্যান্য বছরের মতো আমরা পশুরহাটের জন্য আবেদনের পর তদন্ত করে হাটের সকল শর্ত পুরণ করলেও আমাদের হাটটির তালিকায় অন্তভূক্ত করা হয় নি। পশুরহাটটি এই এলাকায় অনুমোদন দিয়ে এলাকাবাসীর দূর্ভোগ লাঘবের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ৬নং ওয়ার্ডে পশুরহাটটি উপযুক্তস্থানে না হওয়ায় আমরা তালিকায় অন্তুভূক্ত করতে পারি নি। একই ওয়ার্ডে একাধিক পশুরহাট ও মহাসড়কের পাশে পশুরহাট দেওয়া বিষয়ে জানতে চাইলে কোন সদোত্তর দিতে পারেন নি তিনি।

আগের সংবাদ দেখুনসিদ্ধিরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরের সংবাদ দেখুনজেলেদের মাঝে জেলা প্রশাসকের বকনা বাছুর বিতরণ