নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
ফতুল্লার এনায়েতনগর পূর্ব ধর্মগঞ্জ মুন্সিপাড়া রোডে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ‘এফ এফ ট্রেডার্স’ নামে ঐ প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ১১৪০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। মঙ্গলবার (৭ মার্চ) নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরা মনির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম এ অভিযান পরিচালনা করেন।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan