ফতুল্লার পাগলা রসুলপুর এলাকার চাকদা স্টিল এন্ড রি-রোলিং মিলস লিঃ’কে বায়ু দূষণের দায়ে ২ লক্ষ টাকা এবং যততত্র নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণ ও পাইলিং কার্যক্রমের ফলে সৃষ্ট শব্দ দূষণের অভিযোগের প্রেক্ষিতে চাষাড়া জামতলা এলাকায় নির্মাণাধীন দশ তলা ভবনের মালিকানাধীন মো. আমানুর হুদাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম কর্তৃক বায়ুদূষণকারী নিম্নোক্ত প্রতিষ্ঠান ও ভবনে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করে।
নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan