নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় পরিকল্পিতভাবে স্ত্রী মৌসুমি আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে। বুধবার রাত ১২টায় সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের হিংলাব এলাকায় এ ঘটনা ঘটে। মৌসুমি রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে।
নিহতের ভাই সাজ্জাদ হোসেন জানান, সাত বছর আগে পারিবারিকভাবে একই এলাকার নেওয়াজ আলীর ছেলে রাসেলের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর তাদের সংসার ভালই চলছিল। কিছুদিন আগে স্বামী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। এতে স্ত্রী বাধা দেয়ায় তাকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন চালাতো এবং টাকার জন্য মারধর করে বাবার বাসায় পাঠিয়ে দেয়। কয়েকদিন আগে রাসেলের পরিবার এসে বোনকে নিয়ে যায়।
বুধবার রাতে ঈদের কাপড় কেনাকাটা করে দেওয়ার কথা বলে গাউছিয়া মার্কেটে নিয়ে যায়। পরে ভাগিনাকে দিয়ে বাড়িতে খবর পাঠায় তাদেরকে ডাকাতরা কুপিয়ে জখম করেছে। পরে সোনারগাঁও হিংলাব এলাকার স্থানীয়রা নির্জন স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামী জানায় তারা ডাকাতের কবলে পড়েছে। ডাকাতারা কেন তাকে হত্যা করবে স্বামীকে পিঠে সামান্য আঁচড় দিবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তাদের বাড়ি রূপগঞ্জ, কিন্তু ঘটনাটি সীমান্তবর্তী সোনারগাঁও হওয়ায় সোনারগাঁও পুলিশকে সহযোগিতা করবো। অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan