A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সোনারগাঁয়ে পরকিয়ার জেরে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত গাড়ীও উদ্ধার করা হয়েছে। বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- আরজু ও গাড়ি চালক রাকিব হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, মৃত মৌসুমীর সাথে রাসেলের ১০ বছর পূর্বে বিয়ে হয়। রাসেল বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া ও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে প্রতিবাদ করলে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতো।

গত ১৯ এপ্রিল রাতে কৌশলে গাউছিয়া মার্কেটে ঈদের কেনাকাটা শেষে তার পূর্ব পরিচিত বন্ধু ড্রাইভার রাজিব ও আরজুদের সহযোগীতায় একটি হায়েস গাড়ীতে তুলে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মৌসুমীকে। পরবর্তীতে ঘটনাটিকে ডাকাতির নাটক সাজানোর জন্য মৌসুমীকে নিয়ে গাড়ী থেকে নামার পূর্বেই রাসেল ও আরজুকে দিয়ে আসামি রাসেল তার পিঠে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করে গুরুতর জখম করে ডাকাতির নাটক সাজায়।

এ ঘটনায় নিহতের ভাই শাহ জালাল বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

আগের সংবাদ দেখুনমেয়র প্রার্থী সহ ৪৪ জনের মনোনয়ন দাখিল
পরের সংবাদ দেখুননিরাপত্তাহীনতায় ঘরছাড়া নিরীহ পরিবার