A Top Ads

নারায়নগঞ্জ ক্রাইম নিউজ :

মানিকগঞ্জ:দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ১টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট এই দুটি নৌরুটে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মাঝ পদ্মায় নোঙর করে রাখে চারটি ফেরি।

মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বলেন,

রাতে কুয়াশার কারণে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকে আছে চার ফেরি।

ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু পণ্য বোঝাই ট্রাক নৌপথ পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং সিরিয়ালি যানবাহনগুলোকে নৌপথ পার করা হবে বলে জানান এই কর্মকর্তা।

 

 

 

আগের সংবাদ দেখুনসানারপাড়ে মাদক সম্রাজ্ঞী শাহিনূর বেপরোয়া
পরের সংবাদ দেখুনপেয়াজের  বাজারে আগুন