A Top Ads
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান না পেয়ে নেতার কুশপুত্তলিকা দাহ ও মশাল মিছিল করেছে পদবঞ্চিতরা।

বৃহস্প্রতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. রাজু নেতৃত্বে মিছিলটি বের হয়।

এসময় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের কুশপুত্তলিকা দাহ করে এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান তারা। কমিটি বাতিল করা না হলে ফের বিক্ষোভ করার ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. রাজু অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে অযোগ্যদের সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে। শামীম ওসমানের অনুসারীদের মাধ্যমে এ কমিটি করা হয়েছে। আমরা অবিলম্বে দেশনায়ক তারেক রহমানের কাছে এ কমিটি বিলুপ্ত করার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর জানান, যোগ্যতা এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। তাই তিনি এ কমিটিতে স্থান পাননি। তবে তিনি কমিটির বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ জানিয়েছেন তা খুবই দুঃখজনক।

প্রসঙ্গত: গত ৪ অক্টোবর দুপুরে আব্দুর কাদের জিলানী হিরাকে সভাপতি এবং শাহাদাৎ হোসেন রনিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আগের সংবাদ দেখুনশ্রেষ্ঠ ইউএনও ইশতিয়াক আহমেদ
পরের সংবাদ দেখুনমিথ্যা মামলা তুলে নিতে বিক্ষোভ