
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদের সহযোগিতায় শনিবার (১৫ এপ্রিল) নারায়ণগঞ্জ রেল স্টেশনে অসহায় ও সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে নতুন পোশাক উপহার প্রদান করা হয়েছে। সাংবাদিক ইউসুফ আলী প্রধানের আন্তরিকতায় অসহায় ও সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে নতুন পোশাক উপহার হিসেবে প্রদান করা হয়।
পথশিশুদের নতুন পোশাক দিতে পেরে লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদ বলেন, আজকের শিশু আগামী দিনে দেশের সম্পদ। সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই সমজাটা আরো সুন্দর হবে ‘ইনশাআল্লাহ’। আমি যেন অসহায় দারিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে আজীবন সেবা করতে পারি সবাই দোয়া করবেন।
এদিকে নতুন পোশাক পেয়ে মো. রায়হান বলেন, আমাগো সবাই গালি দেয় কেউই জামা দেয়না। ইউসুফ স্যার আমাগো জামা দিছে, আমি খুব খুশি। পথশিশু নাসরিন বলেন, আমাদের কেউই খাওন দেয়না পোশাক তো দূরের কথা। ইউসুফ স্যার আমাগো নতুন জামা দিছে আমরা সবাই খুশি।