
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকায় সাংবাদিক ইউসুফ আলী প্রধানের আন্তরিকতায় অসহায় সুবিধা বঞ্চিত পথশিশুদের রান্না করা খাবার বিতরণ করেছেন ‘ঐক্যবদ্ধ সমাজ গড়ি’ নামে একটি সামাজিক সংগঠন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আল আমিন।
সাংবাদিক আল আমিন বলেন, আমাদের মতো সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলেই অসহায় সুবিধা বঞ্চিত পথশিশু মুক্ত নারায়ণগঞ্জ শহর হবে ‘ইন-শা-আল্লাহ’। সুবিধা বঞ্চিত পথ শিশুরাও আমাদের মতো মানুষ, আসুন মানবিক দৃষ্টি থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসি।
পথ শিশুদের রান্না করা খাবার বিতরণে আরো উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আজমেরি ইসলাম, রুদ্র বার্তার প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমূখ।