নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াইয়ে নৌকার প্রার্থীর সঙ্গে আরও তিন স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন। এতে নির্বাচন বেশ জমে উঠার সম্ভবনা রয়েছে। একাধিক প্রার্থী মাঠে থাকায় বেড়েছে নেতাকর্মী ও ভোটারদের কদর। নানা কায়দায় তাদের কাছে টানার চেষ্টা করছেন প্রার্থীরা।
তবে নির্বাচনে উৎসবের পাশাপাশি রয়েছে শঙ্কা। ভিতরে ভিতরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। প্রতীক পাওয়ার আগেই অভিযোগ পাল্টা অভিযোগের ফলে বেশ সরগম হয়ে উঠছে নির্বাচনি আলোচনা। ভোটার প্রার্থীদের বিভিন্ন কর্মকান্ড নিয়ে হিসাব কষতে শুরু করেছেন। অনেকের প্রশ্ন ছিল শেষ পর্যন্ত নিজের পছন্দের প্রার্থীকের ভোটটি দিতে পারবেন কিনা।
এই পৌরসভায় নৌকার প্রার্থী বতর্মান মেয়র সুন্দর আলী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে রয়েছেন আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেহের আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ ও আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান।
অপরদিকে আড়াইহাজার পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডেই রয়েছে একাধিক সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর প্রার্থী। ভোট গ্রহণ ১২জুন। এখানে ভোটার সংখ্যা ২৬,৬৫৫ জন।
নৌকার প্রার্থী ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী বলেন, বিগত ৫ বছরে এলাকায় প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। পৌরসভার নাগরিকদের সেবা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার শৈথ্যলতা ছিলনা। তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার শতভাগ চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আগামী ১২ জুন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মামুন বলেন, আমি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি অত্যন্ত দক্ষতার সাথে। আওয়ামী লীগের দুঃসময়ে আমি রাজপথে সরব ছিলাম। দলীয় মনোয়ন চেয়ে পাইনি। আমি স্বতন্ত্র নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। দল থেকেও বাঁধা নেই। আশা করছি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।
একই অভিমত ব্যক্ত করেছেন সাবেক মেয়র ও স্বতন্ত প্রার্থী হাবিবুর রহমান ও আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেয়র প্রার্থী মেহের আলী।
জানতে চাইলে আড়াইহাজার পৌরসভার রিটার্নিং অফিসার মুহাম্মদ রবিউল আলম বলেন, ভোট গ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ। নির্বাচনে কোন প্রকার ঝামেলা করা হলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচনের দিন আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই শক্ত অবস্থানে থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan