
আড়াইহাজার প্রতিনিধি: নারায়নগঞ্জ- ২ (আড়াইহাজার) আসনের নৌকা প্রতিকের প্রার্থী আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এমপি নৌকা প্রতিকে গণসংযোগ ও পথসভা করেছেন। বুধবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচরুখী বাজার এলাকায় নজরুল ইসলাম বাবু এমপি ও তার কর্মী সমর্থকরা এ গনসংযোগ পথসভা করেন। গনসংযোগ করার সময় কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় রূপ নেয়। এসময় ভোটারদের কাছে উন্নয়নের নানা দিক তুলে ধরেন। এবং উন্নয়ণ আব্যাহত রাখতে নৌকাকে ভোট দেয়ার আহবান জানান।
পথসভা শেষে ঢাকা সিলেট মহাসড়কের পাচরুখী, বান্টিবাজার, বাগবাড়ি, ছনপাড়া ও পুরিন্দাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল চলার সময় বিভিন্ন স্থানে পথসভা করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এলাকাবাসীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপি।
নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপি বলেন, আজকের বাংলাদেশ রক্তের বিনিময়ের বাংলাদেশ। আজকে বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর সুয্যেগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় বলিষ্ঠ পদক্ষেপের কারনে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যেখানে মেট্রোরেল, উড়াল সেতু, পদ্মা সেতুর, কর্ণফুলী টানেল এর মত মেগা প্রকল্পের কাজ শেষ হয়েছে যার সুফল আমরা ও আমাদের জনগন ভোগ করছেন। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে আপনারা নৌকায় ভোট দিবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, ৭তারিখ সকাল সকাল আপনারা ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে এসে নৌকায় ভোট দিবেন। আপনারা ভোট দিলেই নৌকা বিজয়ী হবে। নৌকা বিজয়ী হলেই প্রধান মন্ত্রীর বিজয় নিশ্চিত হবে। তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশ্য বলেন, সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধ করতে নির্বাচনে নেতাকর্মীদের নিয়ে তিনি দিনভর ভোটকেন্দ্রে থাকবেন। কেউ বাধা দেয়ার চেষ্টা করলে তাদের কঠোরভাবে শিক্ষা দেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।
সাতগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বুলবন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম সরকার, থানা আওয়ামীলেিগর সহসভপতি সিরাজুল ইসলাম ভুইয়া, যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান রোমান, সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, দুপ্তাতারা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি ভিপি আমির, উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জল, সাতগ্রাম ইউনিয় আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবলু, সহসভাপতি আবুল হাসেম ভুইয়া, সাধারন,আওয়ামীলীগ নেতা বাকির হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক তুষার মিয়াসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।