
ডেমরা প্রতিনিধি: আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডে নৌকার জয় সুনিশ্চিত করতে ওয়ার্ডবাসীর সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছে ওয়ার্ডটির নির্বাচন পরিচালনা কমিটি। বৃহস্প্রতিবার রাতে রানীমহল অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ওয়ার্ডটির কাউন্সিলর ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহমুদুল হাসান পলিন। ডেমরা থানা কৃষক লীগ সভাপতি মো. ইসমাঈল হোসেনের সঞ্চালনা ও কমিটির কো-চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন ব্যবসায়ী ও সমাজসেবক মো.আব্দুল জলিল ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আলী।
এ সময় বক্তব্য রাখেন ওই কমিটির সদস্য সচীব আবু নঈম খন্দকার, নির্বাচন সমন্বয় কমিটির সদস্য মো. দুলাল খাঁন, স্থানীয় ইউনিট আ’লীগ সভাপতি মো. ফরিদ, সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ ও ৬৮ নং ওয়ার্ড আ’লীগ নেতা কামাল হোসেনসহ ওয়ার্ডটির আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছরে বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়েছেন যা দৃশ্যমান। আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি আজও নিরলস পরিশ্রম করছেন। তাই ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী হারুনুর রশীদ মুন্নাকে বিপুল ভোটে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা সকলের দায়িত্ব।