আয়োজকরা জানান, জেলার মোট আটটি দল এই টূর্নামেন্টে অংশগ্রহণ করবে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টূর্নামেন্টে প্রায় প্রতিটি দলেই জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়রা খেলবেন। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী জানুয়ারির শেষ সপ্তাহে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
টূর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও মাস্টার ক্রিকেট অব নারায়ণগঞ্জ-এর সভাপতি শাহরিয়ার হোসাইন বিদ্যুৎ, সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা তপু এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জুয়েল হোসেন মনা।
মাস্টার ক্রিকেট অব নারায়ণগঞ্জ-এর যগ্ম-সম্পাদক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জুয়েল হোসেন মনা বলেন, ‘জেলার ক্রিকেট খেলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে খেলতে অনুপ্রেরণা জোগাতে আমাদের এই টূর্নামেন্টের আয়োজন। সিনিয়রদের খেলা দেখে জুনিয়ররা অনেক কিছু শিখতে পারবে। তাদের মধ্যে জাতীয় পর্যায়ে খেলার অনুপ্রেরণা সৃষ্টি হবে। তরুণ খেলোয়াড়দেরকে সে পর্যায়ে এগিয়ে নিতে এই টূর্নামেন্ট প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমরা মনে করি।
মাস্টার ক্রিকেট অব নারায়ণগঞ্জ-এর সভাপতি এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসাইন বিদ্যুৎ বলেন, ‘নারায়ণগঞ্জের ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে গত পাঁচ বছর ধরে আমরা এই টূর্নামেন্টের আয়োজন করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সীজন-৬ এর উদ্বোধন করলাম। আমরা তৃণমূল পর্যায়ে স্কুল লেভেল থেকে ভালো মানের ক্রিকেটার তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। তাই এই টূর্ণামেন্ট শেষ হলে এর পর পরই আমরা অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ টূর্নামেন্টেরও আয়োজন করব।’