A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘নীট কনসার্ন ফুটবল একাডেমি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা এ ফুটবল একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

নীট কনসার্ন ফুটবল একাডেমির কর্নধার ও নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা  বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। মনে প্রশান্তি যোগায়। সুস্থ দেহ আর সুন্দর মন চাইলে খেলাধুলার বিকল্প নেই। মানুষের শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে খেলাধুলা অন্যতম ভুমিকা রাখে।

এসময় তিনি বলেন, একটি মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলা অপরিহার্য। নীট কনসার্ন গ্রুপ সবসময় ক্রীড়ার পাশে রয়েছে এবং ভবিষতেও থাকবে। যে কোন খেলায় স্পন্সর করবে। ক্রিকেট ফুটবলসহ সকল খেলায় নীট কনসার্ন  গ্রুপ পাশে থাকবে ও স্পন্সর করবে। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

 

আগের সংবাদ দেখুনদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
পরের সংবাদ দেখুনপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীর হোসেন মোল্লা