A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ম্যাজিষ্ট্রেট, বিজিপি, র‌্যাব দায়িত্ব পালন করবেন। কোন অনিয়ম ও দূর্নীতি বরদাস্ত করা হবে না। কেউ যদি অনিয়ম করার চেষ্টা করে, তাকে তাৎক্ষনিক গ্রেফতার করে জেলে পাঠানো হবে।

বুধবার বিকেলে আড়াইহাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে প্রতিদ্বন্দি¦ প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন করতে আমরা সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহন করেছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ পৌরসভা নির্বাচন হবে একটি মডেল নির্বাচন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ এর পুলিশ সুপার মাহমুদ হাসান, বিজিপির প্রতিনিধি রাহুল আসাদ, আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম, সহকারী কমিশনার (ভুমি) পান্না আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সূলতানা এলিন প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার বক্তব্যে বলেন, আজ থেকে কোন বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। নম্বর বিহীন কোন মোটর সাইকেলসহ অন্যান্য গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।

প্রসঙ্গত আগামী ১২ জুন আড়াইহাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসব, উদ্দীপনা লক্ষ করা গেছে।

আগের সংবাদ দেখুন‘সোহাগ’ হত্যা মামলার আসামী গ্রেফতার
পরের সংবাদ দেখুনশীতলক্ষ্যায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ