A Top Ads

নারায়নগঞ্জ ক্রা্ইম নিউজ:  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আরও সুদৃঢ় করতে হবে গণতন্ত্রকে। তিনি আর ও বলেন,নির্বাচনে আওয়ামী লীগের কেউ সংঘাত করলে রেহাই দেওয়া হবে না।এবারের নির্বাচনে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সন্ত্রাস জঙ্গিবাদ করে কেউ মানুষের ক্ষতি যেন করতে না পারে। সে জন্য সবাইকেই আমি সজাগ থাকার জন্য আহ্বান  জানাচ্ছি। জনগন যাকে খুশি, যাকে পছন্দ, তাকে ভোট দেবে, তিনি জয়ী হয়ে আসবেন।

অতপর তিনি নানা উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের ধারাটা যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আওয়ামী লীগকেই সরকার গঠন করে জনগণের কল্যাণ সাধন করতে হবে। সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কেউ যেন কোনো অভিযোগ না আনতে পারে নির্বাচন নিয়ে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন, কারণ নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকতে হবে, ভোটারের অংশগ্রহণ থাকতে হবে। কোন দল এলো, না এলো তাতে কিছুই আসে যায় না। আর বিএনপি তো আসবেই না, ভোট চুরির সুযোগ পায় না দেখে আসে না।

আগের সংবাদ দেখুনবিএনপি নির্বাচনে আসছে না ভোট চুরি করতে না পারায় :শেখ হাসিনা
পরের সংবাদ দেখুনকায়সারকে খোকার চ্যালেঞ্জ