নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগাঁয়ে নিখোঁজের ৭ দিন পর অর্ধগলিত অবস্থায় সাদেক শিকদার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদেক শিকদার কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চক্রতলা গ্রামের মৃত জব্বার মাস্টারের ছেলে। সে দীর্ঘদিন যাবত সোনারগাঁও উপজেলার বাড়ীমজলিশ এলাকায় তার মেয়ের সাথে বসবাস করতেন।
বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার পিরোজপুর মেনিখালী ব্রীজের পাশে বালুর মাঠে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
নিহতের মেয়ের জামাই মোসলেউদ্দীন জানান, নিহত সাদেক শিকদার গত ১৬ মে মঙ্গলবার আসরের নামাজ পরতে গিয়ে নিখোঁজ হলে স্থানীয় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan