A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জে চাকরি রাজস্বভুক্ত ও স্থায়ী করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারী ও কর্মকর্তারা।

রোববার নগর ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সময় আন্দোলনকারীরা জানান, এসব অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই বিগত ৮-১০ বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তাদের চেয়ে আমাদের পরিশ্রম কোনো অংশে কম না, সে তুলনায় বেতন অতি নগণ্য। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ স্বল্প বেতনে চলা বেশ মুশকিল। তাই আমরা চাকরি রাজস্ব ভুক্ত ও স্থায়ী করার দাবি জানাচ্ছি।

আগের সংবাদ দেখুনগাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ
পরের সংবাদ দেখুনবারদীতে জন্মাষ্টমী র‌্যালি