নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে। শুক্রবার এসব বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
দিল্লিতে রাষ্ট্রদূত রাজিব সিকরির নতুন বই প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক, আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।
তিনি বলেন, কিন্তু আমাদের এও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। স্পষ্টতই এখানে আমাদের পারস্পারিক স্বার্থ দেখতে হবে।
এস জয়শঙ্কর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ হয়ে গেছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan