A Top Ads

ফতুল্লা মডেল থানায় ২০১৮ সালের একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ৫নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতে    হাজিরা দেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির যেসকল নেতাকর্মী নাশকতার মামলায় হাজিরা দেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- হাসান, তুষার আহমেদ মিঠু,  মুসলিম, নয়ন, মুসলেম উদ্দিন, পল্টু, নিজাম আরো অনেকেই।

প্রসঙ্গত, ২০১৮ সালে ফতুল্লা লিংকরোডের রাস্তায় অগ্নিসংযোগ, পিকেটিং, গাড়ি ভাঙ্গচুর, ককলেট বিস্ফোরণ করে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় বিএনপির ২০/২৫ জনের নাম উল্লেখ করে আজ্ঞাতনামা আরো ১৫০/১৭০জনকে আসামি করে পুলিশ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

আগের সংবাদ দেখুন১৬ কোটি ২০ লাখ টাকার ভারতীয় কাপড় আটক
পরের সংবাদ দেখুনযুবককে মারধর করে মাদক দিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নেতা!